ইন্টারনেট বর্তমান পৃথিবী বিস্তৃত ও সমৃদ্ধ যোগাযোগ মাধ্যম
ইন্টারনেট
ইন্টারনেট কী?
অসংখ্য কম্পিউটারের বিশাল নেটওয়ার্কই হলো ইন্টারনেট । এই নেটওয়ার্ক পৃথিবীর এক মেরু থেকে অন্য মেরু পর্যন্ত বিস্তৃত । প্রথমে ইন্টারনেট বলতে কয়েকটি কম্পিউটারের মধ্যে ছোট নেটওয়ার্ককে বোঝাত । জরুরি অবস্থায় দ্রুত যোগাযোগের জন্য ১৯৬০ সালে যুক্তরাষ্ট্রের সামরিক বিজ্ঞানীরা এ ধরনের ছোট নেটওয়ার্ক স্থাপন করেন । পরবর্তীকালে এই নেটওয়ার্কের আকার বাড়তে থাকে এবং এটিকে সাধারণ মানুষের ব্যবহারের উপযোগী করা হয় । বড় প্রতিষ্ঠানগুলো সরাসরি ইন্টারনেটে যুক্ত থাকে । ব্যক্তি ব্যবহারকারীরা ইন্টারনেট সেবা প্রদানকারী (Internet service Provider বা ISP) প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে ইন্টারনেটে যুক্ত হতে পারেন ।
মাধ্যম
ইন্টারনেটের মাধ্যমে শত শত কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে । ইন্টারনেটে তথ্য আদান-প্রদান আলো, বিদ্যুৎ ইত্যাদির মাধ্যমে হয়ে থাকে । এখন ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বা আইএসপি (ISP) ব্রডব্যান্ড সংযোগের মাধ্যমে ব্যবহারকারীদের ইন্টারনেট সেবা দিয়ে থাকে ।
অনেক প্রতিষ্ঠান আবার দূরবর্তী স্থানে রেডিও স্টেশন বসিয়ে তার বিহীন ইন্টারনেট সংযোগ দেয় । মূলত এভাবেই সারা পৃথিবী জুড়ে কম্পিউটারগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে । আইএসপি প্রতিষ্ঠানগুলো অপটিক্যাল ফাইবারের মাধ্যমে মূল ইন্টারনেট নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে । এই ফাইবারের ভেতর দিয়ে আলো হিসেবে তথ্যের আদান-প্রদান হয় ।
ওয়েব পেইজ
যেকোনো তথ্য ধারণ করার জন্য ধারক (যেমন, কাগজ, বই, পত্রিকা, চার্ট ইত্যাদি) প্রয়োজন । ইন্টারনেট বা ভার্চুয়াল জগতে যে ধারকে তথ্য জমা থাকে, তাকে বলা হয় 'ওয়েব পেইজ' (Web Page) । ইন্টারনেটে কোটি কোটি ওয়েব পেইজ রয়েছে । প্রোগ্রাম লিখে এই ওয়েব পেইজ তৈরি করা হয় ।
ওয়েব পেইজে তথ্য খোঁজার জন্য আছে 'সার্চ ইঞ্জিন' (Search Engine)। এর সাহায্যে যেকোনো বিষয়ে তথ্য খুঁজে পাওয়া সম্ভব । যেমন, সার্চ ইঞ্জিনে 'ডাইনোসর' (Dinosaur) লিখে Enter' বোতাম চাপলে ডাইনোসর-সংক্রান্ত তথ্য যেসব ওয়েব পেইজে আছে, সেগুলোর ঠিকানাসহ তালিকা চলে আসে । গুগল (Google) এবং ইয়াহু (Yahoo) বিখ্যাত দুটি সার্চ ইঞ্জিন ।
ওয়েব ব্রাউজার
কম্পিউটারে যেকোনো কাজ করতে হলে নির্দিষ্ট কোনো সফটওয়্যারের সাহায্য নিতে হয় । যেমন, লেখালেখি, ছবি সম্পাদনা অথবা গান শোনা ইত্যাদির জন্য ভিন্ন ভিন্ন। সফটওয়্যার ব্যবহার করা হয় । আবার কম্পিউটারে ইন্টারনেট ব্যবহারের জন্য বিশেষ ধরনের সফটওয়্যারের প্রয়োজন পড়ে, যা ‘ওয়েব ব্রাউজার' (Web Browser) নামে পরিচিত । প্রথম জনপ্রিয় ওয়েব ব্রাউজারটির নাম ছিল ‘মোজাইক’ (Mosaic) । এটি ১৯৯৩ সালে তৈরি হয়।
বর্তমানে ‘মজিলা ফায়ারফক্স' (Mozilla Firefox), 'ইন্টারনেট এক্সপ্লোরার' (Intrenet Explorar), ‘সাফারি’ (Safari) জনপ্রিয় ওয়েব ব্রাউজার । ব্যবহারকারীদের সুবিধা অসুবিধা বিবেচনায় রেখে ওয়েব ব্রাউজারগুলোর নিয়মিত নতুন সংস্করণ বের হচ্ছে।
ওয়েবসাইট
এক বা একাধিক ওয়েব পেইজের সমন্বয়ে ওয়েবসাইট (Website) তৈরি হয় । ইন্টারনেটে প্রতিটি ওয়েব পেইজই কোনো না কোনো ওয়েবসাইটের অন্তর্ভুক্ত । ইন্টারনেট ব্যবহারকারীরা তাই আসলে ওয়েবসাইট ব্যবহার করেন । ইন্টারনেট ভিত্তিক সব কাজ ওয়েবসাইটের মাধ্যমে হয়ে থাকে । যেমন, গুগলের মাধ্যমে কোনো কিছু খোঁজার জন্য প্রথমে গুগলের ওয়েবসাইটে ঢুকতে হয় (www.google.com) ।
বর্তমানে অনেক প্রতিষ্ঠানেরই নিজস্ব ওয়েবসাইট রয়েছে । এগুলোর মাধ্যমে ওই প্রতিষ্ঠান সম্পর্কে তথ্য পাওয়া যায় । বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে । যেমন- জ্ঞানভিত্তিক, (www.wikipedia.com, www.howstuffworks.com), বাণিজ্যিক (www.amazon.com) সামাজিক (www.facebook.com, www.twitter.com) ইত্যাদি ।
ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব
বিজ্ঞানীদের কাজ সহজতর করতেই আবিষ্কার হয়েছিল। ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের (World Wide Web বা www) । বিজ্ঞানীরা অনেক বিষয় নিয়ে গবেষণা করেন এবং দ্রুততম সময়ে নিজেদের মধ্যে যোগাযোগ তাদের জন্য খুব জরুরি ।
১৯৮৯ সালে টিম বার্নারস লি (Tim Berners Lee) ও তাঁর সহযোগীরা গবেষণা করার সময় হাইপারটেক্সট ট্রান্সফার প্রটোকল (Hyper- text Transfer Protocol বা http) আবিষ্কার করেন । ফলে ইন্টারনেট সার্ভারে রাখা একটি ওয়েব পেইজ বহু কম্পিউটারে দেখা সম্ভব হয়েছিল । ১৯৯২ সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব সাধারন মানুষের জন্য খুলে দেওয়া হয় । এর ফলে ২০০০ সাল নাগাদ ১০০ কোটিরও বেশি পরিমাণ ওয়েব পেইজ তৈরি হয় ।
চ্যাটিং (Chatting) ইন্টারনেটের খুব মজার ও কাজের একটি বিষয়। চ্যাটিং-এর মাধ্যমে কারও সাথে সরাসরি কথা বলা বা তথ্য আদান-প্রদান করা যায়।
জীবন বৈচিত্র্যে ইন্টারনেট
ইন্টারনেট মানুষের জীবনধারাকে পাল্টে দিচ্ছে । বর্তমানে অনেক পরীক্ষার ফলাফলই ইন্টারনেটে প্রকাশ করা হয় । ফেসবুক বা টুইটারের মতো সামাজিক ওয়েব সাইটগুলোর মাধ্যমে বন্ধুত্ব ও যোগাযোগ আজ ক্লাসরুম, খেলার মাঠ পেরিয়ে আরও বড় ক্ষেত্রে প্রবেশ করছে । বহু দেশে ইন্টারনেটের মাধ্যমে পণ্য কেনা-বেচা এখন খুব জনপ্রিয় ।
এসা বিডি ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url