অদ্ভুত প্রকৃতির এক পাখি Hummingbird
Hummingbird
তালোয়ার আকৃতি ঠোঁটের হামিং পাখিদের অদ্ভুত ধরনের ঠোঁট শিঙ্গা আকৃতি ফুলের একেবারে ভিতরে ঢুকিয়ে দেয় এবং পোকা ও মধু চুষে খায়।
৩২০ টার সমপরিমাণ প্রজাতির হামিং পাখিরা উত্তর সেন্ট্রাল এবং দক্ষিণ আমেরিকায় বাস করে। হামিং পাখিদের মধ্যে সবচেয়ে বড় যারা প্রায় ২০ সেন্টিমিটার লম্বা এবং ওজনে ২০ গ্রামের মতো হয়।
একটা হামিং পাখি ফুলের সামনে ঘোরাফেরা করে জিহ্বা দিয়ে মধু সংগ্র জন্য। যার অগ্রভাগ ব্রাসের মতো ।
হোমিং পাখি একমাত্র পাখি যারা মধু সংগ্রহের জন্য ঘোরাফেরা করার সময় সামনে পিছনে উভয় দিকে উড়তে সক্ষম।
শক্তির জন্য জ্বালানির প্রয়োজনে একটি হামিং পাখিকে প্রতিদিন কমপক্ষে তার শরীরের ওজনের অর্ধেক পরিমাণ খাদ্য অবশ্যই খেতে হয়।
হামিং পাখিরা এরূপ কর্মচঞ্চল যে তাদের হৃদস্পন্দন মিনিটে ১২০০ এর বেশি।
মধুখেকো হামিং পাখি বাম্বল মধুখেকোর চেয়ে বড় নয়। এরা ৬ সেন্টিমিটার লম্বা সম্ভবত সবচাইতে ছোট পাখি। ঘোরাফেরা অবস্থায় হামিং পাখিরা সেকেন্ডে ৮০ বার ডানা ঝাপটায়।
১০.৫ সেন্টিমিটার লম্বা তলোয়ার ঠোঁটের হামিং পাখির ঠোঁট এর অবশিষ্ট শরীরের চেয়ে লম্বা ।
স্ত্রী calliope হামিংস্ত্রী
calliope হামিং পাখি শৈবাল, ছত্রাক ও মাকড়সার জাল দিয়ে তৈরি বাসায় ছোট্ট দুটো ডিম পাড়ে। সে ১৫ দিন যাবত ডিমে তা দেয় এবং ২০ দিন ধরে ছানাদের খাওয়ায় যতক্ষণ পর্যন্ত তারা উড়তে এবং নিজেদের খাদ্য নিজেরা খুঁজে নিতে না পারে।
পুরুষ রুবি গলার হামিং পাখি তার সঙ্গীর সাথে মিলিত হওয়ার সময় দোলকের মতো অর্ধবৃত্তাকারে সামনে পিছনে উড়তে থাকে এবং কিচির মিচির শব্দ করতে থাকে। স্ত্রী পাখি এই খেলায় অংশ নিতে পারে।
ছোট্ট রুবি গলার হামিং পাখি প্রত্যেক শরৎকালে ইউএস থেকে ম্যাক্সিকোর উপত্যকা অতিক্রম করে সেন্ট্রাল আমেরিকায় পরিযান করে। যদিও মাত্র ৯ সেন্টিমিটার পাখিটি ঘণ্টায় ৪৪ কিলোমিটার গতিতে ওড়ে।
হামিং পাখির আরও তথ্য
অন্যান্য পাখির চেয়ে হামিং পাখির পালক খুব কম, এর সংখ্যা মাত্র ১০০০-১৫০০ ।হামিং পাখি ওড়ার মাংসপেশি এর সম্পূর্ণ শরীরের ওজনের ২৫ থেকে ৩০ শতাংশ। বনে হামিং পাখির গড় আয়ু তিন থেকে বারো বছর। চিল এবং হামিং পাখিদের এই ক্ষুদ্র আকার সত্ত্বেও তারা কাক, শকুনের মতো বড় শিকারি পাখিকে প্রতিপক্ষ মনে করে ধাওয়া করে ও আক্রমণ করে।
হরবোলা আকারের বড় হামিং পাখি রাতে তাদের শরীরের তাপমাত্রা নিচে নামিয়ে আনে, শক্তিকে সঞ্চয় করে রাখার জন্য। বিস্ময়কর ছুরির মতো লেজের হামিং পাখির লেজের পালক মাত্র চারটা অথচ অন্যান্য হামিং পাখির দশটা ।
পুরুষ পাখির লেজের দুটা পালকের শেষ অংশ চওড়া এবং চ্যাপ্টা। এটা মিলনের পূর্বরাগ প্রদর্শনের সময় ব্যবহৃত হয়। 5 লম্বা লেজের পুরুষ hermit (এক ধরনের হামিং পাখি)-রা একটা গানের দল একত্রিত করে যাদের leks বলে। এবং সঙ্গীনী নিজেদের দিকে আকর্ষিত করার জন্য এরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে।
পোখরাজ-এর মতো গাঢ় লাল বর্ণের হামিং পাখিরা আমাজন রেইন ফরেস্টের ক্যানোপিতে থাকা ফুল খেয়ে থাকে। পুরুষটি (এখানে দেখানো হয়েছে) স্ত্রী পাখির চাইতে অনেক রঙিন এবং এদের লেজের পালক লম্বা ক্রস করে অর্ধেক নামানো।
পুরুষ হামিং পাখিরা এদের লেজের কালো পালকগুলোকে ঢেউয়ের মতো দোলায় মিলনের পূর্বরাগের সময়। শ্মশ্রুধারী ঝুঁটিওয়ালা হামিং পাখি এদের অরণ্যের এলাকায় খুব ভালো ছদ্মবেশ ধারণ করে। কিন্তু শুধুমাত্র পুরুষ পাখিটির কালো ঝুঁটি এবং একটা সাদা সবুজ এবং কালো রঙের পালকের শ্মশ্রু আছে।
এসা বিডি ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url