সালাত কায়েম কর ও যাকাত আদায় কর

সহিহুল বুখারী যাকাত অধ্যায়ঃ


পোস্ট সূচিপত্র:আল্লাহ তা'আলার বাণী : সালাত কায়েম কর ও যাকাত আদায় কর।

৮৮২. পরিচ্ছেদ : যাকাত ওয়াজিব হওয়া

আল্লাহ তা'আলার বাণী : সালাত কায়েম কর ও যাকাত আদায় কর। ইবন 'আব্বাস (রা) বলেন, আবূ সুফিয়ান (রা) রাসুল (সঃ) -এর হাদীস উল্লেখ করে বলেন, রাসূলুল্লাহ আমাদেরকে সালাত (প্রতিষ্ঠা করা), যাকাত (আদায় করা), আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা ও পবিত্রতা রক্ষা করার আদেশ দেন ।


۱۳۱۳ ] حَدَّثَنَا أَبُو عَاصِمِ الضَّحَّالُ بْنُ مَخْلَدٍ عَنْ زَكَرِيَّاءَ ابْنِ إِسْحَقَ عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِي عَنْ أَبِي مَعْبَدٍ عَنِ ابْنِ عَبَّاسِ رَضِيَ الله عَنْهُمَا أنَّ النبي صلى الله عليه وسلم بَعَثَ مُعَاذَا رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى الْيَمَنِ فَقَالَ أَدْعُهُمْ إلى شَهَادَةِ أَنْ هَ الله وَانّي رَسُولُ اللهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذلكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ قَدِ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صلَوَاتٍ فِي كُلَّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً فِي أَمْوَالِهِمْ تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ وَتُرَدُّ فِي فُقَرَائِهِمْ

সহিহুল বুখারী যাকাত অধ্যায়ঃ হাদিস নম্বর- ১৩১৩

আবূ ‘আসিম যাহ্হাক ইবন মাখলাদ (র) ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত যে, রাসুল (সঃ) (রা)-কে (শাসকরূপে) ইয়ামান অভিমুখে প্রেরণকালে বলেন, সেখানের অধিবাসীদেরকে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং আমি (মুহাম্মদ) আল্লাহর রাসূল- এ কথার সাক্ষ্যদানের দাওয়াত দিবে। যদি তারা এ কথা মেনে নেয়, তাহলে তাদেরকে জানিয়ে দিবে, আল্লাহ তাদের উপর প্রতি দিন ও রাতে পাঁচ ওয়াক্ত সালাত ফরয করেছেন। তারা যদি এ কথা মেনে নেয়, তবে তাদেরকে জানিয়ে দিবে, আল্লাহ তাদের সম্পদের উপর সাদকা (যাকাত) ফরয করেছেন। তাদের মধ্যকার (নিসাব পরিমাণ) সম্পদশালীদের নিকট থেকে (যাকাত) উসূল করে তাদের দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেওয়া হবে।

١٣١٤ حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ مُحَمَّدٌ ابْنِ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ عَنْ مُوسَى ابْنِ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ قَالَ مَالَهُ مَالَهُ وَقَالَ طَلْحَةَ عَنْ أَبِي أَيُّوبَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنْ رَجُلاً قَالَ النَّبِي ـالنَّبِيُّ الأَرَبِّ مَالَهُ تَعْبُدُ اللَّهَ وَلَا تُشْرِكْ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلاةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصِلُ الرَّحِمَ وَقَالَ بَهْنَّ حَدَّثَنَا شعْبَةُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُثْمَانَ وَأَبُوهُ عُثْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّهُمَا سَمِعَا مُوسَى بْنَ طَلْحَةَ عَنْ أَبِي أَيُّوبَ عَنِ النَّبِيَ الله أَخْشَى أَنْ يَكُونَ مُحَمَّدٌ غَير مَحفُوظ إِنَّمَا هُوَ عَمرو عبد بِهذَا قَالَ أَبُو .

রাসুল (সঃ) এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে

সহিহুল বুখারী যাকাত অধ্যায়ঃ হাদিস নম্বর-১৩১৪

হাফস ইবন 'উমর (র) আবূ আইউব (রা) থেকে বর্ণিত যে, এক সাহাবী রাসুল (সঃ) করীম সাল-কে বলল, আমাকে এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। তিনি বললেন, তার কি হয়েছে, তার কি হয়েছে। রাসুল (সঃ) বললেন : তার প্রয়োজন রয়েছে তো। তুমি আল্লাহর ইবাদত করবে, তাঁর সাথে কোন কিছু শরীক করবে না, সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে ও আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবে । [ইমাম বুখারী (র) বলেন] বাহ্য (র) শু'বা (র)-র সূত্রে বর্ণনা করেন, মুহাম্মদ ইবন ‘উসমান ও তাঁর পিতা ‘উসমান ইবন ‘আবদুল্লাহ উভয়ে মূসা ইবন তালহা (রা) আবূ আইউব (রা) সূত্রে রাসুল (সঃ) থেকে হাদীসটি অনুরূপ বর্ণনা করেন। আবূ 'আবদুল্লাহ ইমাম বুখারী (র) বলেন, (শু'বা, রাবীর নাম বলতে ভুল করেছেন) আমার আশংকা হয় যে, মুহাম্মদ ইবন 'উসমান-এর উল্লেখ সঠিক নয়, বরং এখানে রাবীর নাম হবে 'আমর ইবন 'উসমান ।

بن حَيَّانَوهيب ١٣١٥ حَدَّثَنِي مُحَمَّد بن عَبدِ الرَّحِيمِ حَدَّثَنَا عَفَّانُ بن مُسْلِمٍ حَدَّثَنَا . عَنْ أَبِي زُرْعَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ أَنَّ أَعْرَابِيًّا أَتَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَقَالَ دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا عَمِلْتُهُ دَخَلْتُ الْجَنَّةَ قَالَ تَعْبُدُ اللَّهَ لا تُشْرِكْ بِهِ شَيْئًا ، وتُقِيمُ الصَّلاةَ الْمَكْتُوبَةَ وَتُؤدِى الزَّكَاةَ الْمَفْرُوضَةَ وَتَصُومُ رَمَضَانَ . النَّبِيُّ صلى الله عليه وسلم مَنْ سَرَّهُ أَنْ يَنْظُرَ إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ الْجَنَّةِ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا اَزِيْدُ عَلى هذا فَلَمَّا وَلّى قَالَ النَّفَلْيَنْظُرْ إلى هذا

রাসুল (সঃ) এমন আমলের পথনির্দেশ করুন যা আমল করলে জান্নাত পাব

মুহাম্মদ ইবন ‘আবদুর রাহীম (র) আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, এক মরুবাসী সাহাবী রাসুল (সঃ) এর দরবারে উপস্থিত হয়ে বললেন, আমাকে এমন আমলের পথনির্দেশ করুন যা আমল করলে জান্নাতে প্রবেশ করতে পারব। রাসুল (সঃ) বললেন : তুমি আল্লাহর ইবাদত করবে, তাঁর সাথে কোন কিছু শরীক করবে না, (পাঁচ ওয়াক্ত) ফরয সালাত আদায় করবে, ফরয যাকাত আদায় করবে ও রমযানের সাওম পালন করবে। সাহাবী বললেন, আমার প্রাণ যাঁর হাতে তাঁর কসম, আমি এর উপর বৃদ্ধি করব না। তিনি যখন ফিরে গেলেন তখন রাসুল (সঃ) বললেন : কেউ যদি জান্নাতী লোক দেখতে আগ্রহী হয় সে যেন তার দিকে তাকিয়ে দেখে ।


١٣٣٦ حَدَّثَنَا مُسَدَّدٌ عَنْ يَحْيَى عَنْ أَبِي حَيَّانَ قَالَ أَخْبَرَنِي أَبُو زُرْعَةَ عَنِ النَّبِي بِهَذَا

রাসুল (সঃ) চারটি বিষয়ের আদেশ ও চারটি বিষয় থেকে নিষেধ

সহিহুল বুখারী যাকাত অধ্যায়ঃ হাদিস নম্বর-১৩১৬

মুসাদ্দাদ (র.) আবূ যুর'আ (র)-এর মাধ্যমে রাসুল (সঃ) চার থেকে অনুরূপ বর্ণনা করেন।

۱۳۱۷- حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا أَبُو جَمْرَةَ قَالَ سَمِعْتُ ابْنَ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُما يَقُولُ قَدم وقد عبد القيس على النبي ص فَقَالُوا يَارَسُوْلَ الله ان هذا الْحَيُّ مِنْ رَبِيعَةَ قَدْ حَالَتْ بيننا وَبَيْنَكَ كَفَّارُ مُضَرَ وَلَسْنَا نَخْلُصُ إِلَيْكَ إِلا فِي الشَّهْرِ الْحَرَامِ فَمُرْنَا بِشَيْ نَأْخُذْهُ عَنْكَ وَنَدْعُوا إِلَيْهِ مَنْ وَرَاثَنَا قَالَ أمرُكُمْ بِأَرْبَعِ وَأَنْهَاكُمْ عَنْ أَرْبَعِ الْإِيْمَانِ بِاللَّهِ وَشَهَادَةِ أَنْ لا اله الا الله وعَقَدَ بِيَدِهِ هُكَذَا وَإِقَامِ الصَّلاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَأَنْ تُوَلُّوا خُمُسَ مَا غَنِمْتُمْ وَأَنْهَاكُمْ عَنِ الدُّبَاءِ وَالْحَنْتَم وَالنَّقِيرِ وَالْمُزَفْتِ وَقَالَ سُلَيْمَانُ وَأَبُو النُّعْمَانِ عَنْ حَمَّادٍ الْإِيْمَانِ بِاللَّهِ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ .

হাজ্জাজ ইবন মিনহাল (র) ইবন 'আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, 'আবদুল কায়স গোত্রের প্রতিনিধি দল রাসুল (সঃ) -এর দরবারে উপস্থিত হয়ে আরয করলো, ইয়া রাসূলাল্লাহ! আমরা রাবী'আ গোত্রের লোক, আমাদের ও আপনার (মদীনার) মাঝে মুযার গোত্রের কাফিররা প্রতিবন্ধক হয়ে রয়েছে। আমরা আপনার নিকট কেবল নিষিদ্ধ মাস (যুদ্ধ বিরতির মাস) ব্যতীত নির্বিঘ্নে আসতে পারি না। কাজেই এমন কিছু আমলের নির্দেশ দিন যা আমরা আপনার নিকট থেকে শিখে (আমাদের গোত্রের) অনুপস্থিতদেরকে সেদিকে দাওয়াত দিতে পারি ।

রাসুল (সঃ) বললেন : তোমাদেরকে চারটি বিষয়ের আদেশ করছি ও চারটি বিষয় থেকে নিষেধ করছি। (পালনীয় বিষয়গুলো হলো :) আল্লাহর প্রতি ঈমান আনা তথা সাক্ষ্য প্রদান করা যে, আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই। (রাবী বলেন) এ কথা বলার সময় রাসুল (সঃ) (একক নির্দেশক) তাঁর হাতের অঙ্গুলী বদ্ধ করেন, সালাত কায়েম করা, যাকাত আদায় করা ও তোমরা গনীমতের এক-পঞ্চমাংশ আদায় করবে এবং আমি তোমাদেরকে নিষেধ করছি যে, (iii) শুষ্ক কদু খোলস, (iii) সবুজ রং প্রলেপযুক্ত পাত্র, (iii) খেজুর কাণ্ড নির্মিত পাত্র, (iii), তৈলজ পদার্থ প্রলেপযুক্ত মাটির পাত্র ব্যবহার করতে । সুলায়মান ও আবূ নু'মান (র) হাম্মাদ (র) থেকে বর্ণিত হাদীসে এরূপ বর্ণনা করেছেন।

 

۱۳۱۸ - حَدَّثَنَا أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ أَخْبَرَنَا شُعَيْبُ ابْنُ أَبِي حَمْزَةَ عَنِ الزُّهْرِيِّ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ قَالَ لَمَّا تُوفَّى رَسُولُ اللَّهِ وَ وَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ


নোটঃ ফন্টের কারনে যদি কোন শব্দ বা বাক্য এলোমেলো বা সন্দেহজনক মনে হয় তাহলে যাচাই করে দেখে নিন (সহিউল বুখারীর যাকাত অধ্যায়) থেকে।

পেজ সূচিঃ

  • পরিচ্ছেদ- ৮৮২ ঃ যাকাত ওয়াজিব হওয়া
  • সহিহুল বুখারী যাকাত অধ্যায়ঃ হাদিস নম্বর- ১৩১৩
  • রাসুল (সঃ) এমন আমল বলে দিন যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে
  • রাসুল (সঃ) এমন আমলের পথনির্দেশ করুন যা আমল করলে জান্নাত পাব
  • রাসুল (সঃ) চারটি বিষয়ের আদেশ ও চারটি বিষয় থেকে নিষেধ




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এসা বিডি ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭