মুরগির শাহি রোস্ট চিকেন রেড কারি



চিকেন রেড কারি

উপকরণ

মোরগ ২টি, তেল ঁ কাপ, টমেটো ২টি, পেঁয়াজ কুচি আধা কাপ, রসুন বাটা ২ চা চামচ, আদা বাটা ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া ২ চা চামচ, টমেটো পিউরি ৪ টেবিল চামচ, চিনি ২ চা চামচ, ধনে পাতা কুচি ৩ টেবিল চামচ, লবণ স্বাদানুযায়ী, ছোট এলাচ ৪টি, দারুচিনি ৩টি, বড় এলাচ ১টি, লবঙ্গ ২টি, জায়ফল চার ভাগের এক অংশ, জয়িত্রী আধা চা চামচ বা ছোট এক টুকরা । এখন মসলাগুলো সব হালকা টেলে গুঁড়া করে রাখুন।

প্রণালি

মোরগের চামড়া ছাড়িয়ে হাড়সহ ছোট টুকরা করে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। তেলে পেঁয়াজ ভেজে রসুন ও টমেটো টুকরো করে দিন। নাড়তে থাকুন। টমেটো নরম হলে আদা, মরিচ, লবণ, টমেটো পিউরি ও চিনি দিয়ে ২ মিনিট নাড়ুন। মাংস দিয়ে নেড়ে নেড়ে ভাজুন। ডেকে রান্না করুন। মাংস সিদ্ধ হওয়ার জন্য আন্দাজ মতো পানি দিন যেন মাংস সিদ্ধ হয়ে মাখা মাখা ঝোল থাকে । নামাবার আগে গুঁড়া মসলা এবং ধনেপাতা দিয়ে ২-৩ মিনিট ঢিমা আঁচে রাখুন।

আলিশা

উপকরণ

দানিয়া (গম থেঁতো করা) ৫০০ গ্রাম, মুরগি ৫০ গ্রাম, পেঁয়াজ ২৫ গ্রাম, এলাচ ৫ গ্রাম, লবণ স্বাদ মতো, ঘি আন্দাজ মতো।

প্রণালি

মুরগি ও দালিয়া একত্রে সেদ্ধ করুন। তার ভিতরে পেঁয়াজ ও এলাচ দেবেন। দালিয়া নরম সেদ্ধ হলে আঁচ থেকে নামিয়ে রাখুন। একটি হাতা বা ডালের কাঁটা দিয়ে মিশ্রণটা একেবারে মসৃণ করে নিন। একটা পেঁয়াজ কুচিয়ে রাখুন। কড়াইতে ঘি গরম করে তাতে পেঁয়াজ কুচি ছাড়ুন। বেশ ভাজা ভাজা হলে ঘি সমেত পেঁয়াজ ভাজাটা মাংস দালিয়ার মিশ্রণের মাঝখানে ঢেলে দিন। পরিবেশন পাত্রে ঢেলে তার উপরে ঘি ও চিনি ছড়িয়ে পরিবেশন করুন।

মুরগির শাহি রোস্ট

উপকরণ

মোরগ মাঝারি সাইজের ৪টি, পোস্তাদানা বাটা ২ টেবিল চামচ, জয়িত্রী বাটা ঁ চা চামচ, এলাচ ৭টি, দারুচিনি ৩ টুকরা, কেওড়া সামান্য, চিনি স্বাদ মতো, লেবুর রস ১ টেবিল চামচ, পেঁয়াজ ৬টি, আদা বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, ধনে বাটা ১ টেবিল চামচ, গোল মরিচ ৮-১০ টি (আস্ত) ঘি, টক দই ও লবণ আন্দাজ মতো ।

প্রণালি

আস্ত মোরগ পরিষ্কার করে রাখুন। দই, লবণ ও অর্ধেক আদা বাটা দিয়ে মেখে ২ ঘণ্টা রাখুন। পেঁয়াজ বেরেস্তা করে রাখুন। কড়াইতে অর্ধেক ঘি দিয়ে মোরগ বাদামি করে ভেজে তুলুন। ভাজা ঘি পরে মোরগে দিতে পরেন। সস প্যানে বাকি ঘি দিয়ে গরম মসলা, কেওড়া, চিনি, লেবুর রস ও বেরেস্তা বাদে মোরগ ও অন্যান্য মসলা দিয়ে ঢেকে মৃদু আঁচে সিদ্ধ করুন। মাংস সিদ্ধ হয়ে পানি শুকালে গরম মসলা, কেওড়া, চিনি লেবুর রস দিয়ে ভালো করে কষান। মাংস তেলের ওপরে উঠলে বেরেস্তা দিয়ে ১০-১২ মিনিট দমে রাখুন ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এসা বিডি ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭