প্যারা পাখি Finfoot Bird এবং সমগোত্রীয়

 
প্যারা পাখি Finfoot Bird এবং সমগোত্রীয়Sunbittern পাখির অসাধারণ লাল কমলা মিশ্রিত ডানা রঙের জন্য Sunbittern নামটা দেওয়া হয়েছে। এই রংটা দেখতে অনেকটা সূর্যাস্তের সময় দিগন্তের মতো মনে হয়।

Sungrebe finfoot পরিবারদের ছানা লালন পালনের জন্য অদ্ভুত কৌশল অবলম্বন করে। পুরুষ পাখিটি ছানাদের তাদের উভয় পাশে ডানা নিচে অবস্থিত থলির ভেতর নিয়ে রাখে। এরা এই ছানাদের নিয়ে উড়তেও পারে।

Sunbittern রা জঙ্গলে বসবাস করে তবে মধ্য ও দক্ষিণ আমেরিকার জলাভূমিতে  দেখা যায়। Sunbittern রা গাছের উপরে লতাপাতা দিয়ে তৈরি করা নীড়ে দুটি ডিম পাড়ে। পালাক্রমে উভয়ে মিলিয়ে দিনে তা দিয়ে বাচ্চা ফোটা এবং তাদের শাবকদের যত্ন নেয়।  পানির কাছাকাছি কোন স্থানে ঘাস নোল খাগড়া ইত্যাদি  দিয়ে বানানো নিলে দুটি থেকে সাতটা পর্যন্ত ডিম পাড়ে। একটা Sunbittern তার ডানা মেলে নিজের পালকের সৌন্দর্য প্রদর্শন করে।

প্যারা পাখিরা মাছ ব্যাঙ ও শামুক জাতীয় খাদ্য খায়। আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া এবং সেন্ট্রাল ও দক্ষিণ আমেরিকা বসবাস করে। Serieona রা দুটি প্রজাতি দক্ষিণ আমেরিকায় বাস করে। এরা স্বল্প খায়। সাপের মাথাকে মাটিতে আঘাত করে সাপটাকে মেরে ফেলে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

এসা বিডি ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ১

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৩

এইটা একটি বিজ্ঞাপন এরিয়া। সিরিয়ালঃ ৭