আল কোরআন কেন পড়বো ও কিভাবে পড়বো
সূরা কাসাস আয়াত 28ঃ85
অর্থঃ নিশ্চয়ই তিনি আল্লাহ, যিনি তোমার উপর একমাত্র আল কোরানকে ফরজ / আবশ্যক করে দিয়েছেন, অবশ্যই তিনি তোমাকে প্রত্যাবর্তনের স্থানে ফিরিয়ে নিয়ে যাবেন। বল, আমার রব সর্বমোহা ব্যবস্থাপক একমাত্র সবচেয়ে ভালো জানেন কে হেদায়েত সত্য পথ নিয়ে এসেছে এবং কে প্রকাশ্য সুস্পষ্ট বিভ্রান্তিতে আছে।
সূরা যুখরুফ আয়াত ৪৩ঃ৪৪
অর্থঃ নিশ্চয়ই উহা তথা আল কুরআন তোমার এবং তোমার জাতির জন্য এক চূড়ান্ত মহাসংবিধান / মহাসড়নিকা, আর অচিরেই এ ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে।
সূরা কাহাফ আয়াত ১৮ঃ২৭
অর্থঃ হে নবী! তোমার রবের কিতাবের মধ্য থেকে যা কিছু তোমার উপর ওহী করা হয়েছে তা শুনিয়ে দাও। তার বক্তব্য পরিবর্তন করার অধিকার কারো নেই, তার হাত থেকে নিষ্কৃতি পেয়ে পালাবার জন্য কোন আশ্রয়স্থল পাবে না।
সূরা বাকারা আয়াত ২১ঃ২১
অর্থঃ যাদেরকে আমি বিধানে পূর্ণ কিতাব টি প্রদান করেছি, তারা উহাকে সত্যিকার ভাবে বুঝে বুঝে পাঠ করে করবে, তার প্রতি, আর যারা উহাকে অস্বীকার করে করবে তারাই কেবলমাত্র ক্ষতিগ্রস্ত।
সূরা আনাম আয়াত 6ঃ20
অর্থঃ যাদেরকে আমি বিধানে পূর্ণ কিতাব টি প্রদান করেছি, তারা তাকে চিনে চিনবে যেমনি ভাবে তারা তাদের ছেলে সন্তানদেরকে চিনে চিনবে। যারা নিজেদের ক্ষতি করেছে সুতরাং তারা ঈমান আনে না আনবে না।
সূরা মুহাম্মদ আয়াত 47ঃ২৪
অর্থঃ তবে কি তারা একমাত্র কোরআনকে মনোযোগের সাথে গভীর গবেষণা করছে না করবে না? নাকি তালাবদ্ধ করা হয়েছে?
পেজ সুচি:
- আল কুরআন কেন পড়বো?
- কি জন্য পড়বো?
- আল কুরআন কেন পড়বো?
- আল কুরআন কার কিতাব?
- আল কুরআন কিভাবে পাঠ করব?
- আল কুরআন কিভাবে চিনবো জানবো?
- আল কোরআন না পড়লে কি হবে?
এসা বিডি ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url