মাইগ্রেইন বিশেষ ধরনের মাথাব্যথা
মাইগ্রেইন বিশেষ ধরনের মাথাব্যথা আমাদের দৈনন্দিন জীবনে যে কয়েকটি ব্যাপার স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করে তাদের মধ্যে মাথা ব্যথা অন্যতম। মাথাব্যথা খুব সহজেই আপনার কর্মচঞ্চল্য কিংবা উচ্ছলতাকে বিনষ্ট করে মুহূর্তের মধ্যে আপনাকে কাহিল করে ফেলতে পারে। মানুষকে ঘায়েল করা এই মাথাব্যথার কারণ গুলোর মধ্যে অন্যতম হলো মাইগ্রেইন। আমরা অনেকেই এই মাইগ্রেইনর শিকার হয়ে অসহায় হয়ে পড়ি। বারবার আঘাত হানা এই মাইগ্রেইন নিয়ে অনেকের রয়েছে বিভিন্ন ধরনের ভ্রান্ত ধারণা।
কিভাবে হয়?
কেন হয়?
1. মাইগ্রেইন কেন হয় তা পুরোপুরি জানা যায়নি।
2. তবে-এটি বংশগত হতে পারে
3. এটি পুরুষ অপেক্ষা মহিলাদের বেশি হয়
4. দুশ্চিন্তা মাসিকের সময় এটি বেশি হয়
দুশ্চিন্তা মানসিক চাপ উজ্জ্বল আলো কোষ্ঠকাঠিন্য এই রোগকে ত্বরান্বিত করে। পনির, চকলেট, রেড ওয়াইন মাইগ্রেইন আক্রান্ত হওয়ার সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। দেখা গেছে এই খাদ্যবস্তুগুলোর মধ্যে উপস্থিত টাইরামিন এজন্য দায়ী। মাইগ্রেইন বয়সন্ধিকালে শুরু হয় বারবার আঘাত হানে। রোগী কিছুদিন বা কয়েক মাস পর পর আক্রান্ত হয়। মাথা ব্যাথা শুরু হলে তা কয়েক ঘন্টা এমনকি কয়েকদিন পর্যন্ত স্থায়ী হতে পারে।। এটি রোগীকে দুর্বল এবং বিপর্যস্ত করে ফেলে। ক্লাসিক্যাল মাইগ্রেনের প্রাথমিক পর্যায়ে রোগীর দৃষ্টির বিভ্রম হয়। রোগীর চোখের সামনে আলোর ঝলকানি চোখে সর্ষে ফুল দেখে। হাত পা ফুলে চারপাশে ঝিনঝিন অনুভূতি হয়। শরীরের একপাশে দুর্বলতা হতে পারে। তারপর শুরু হয় মাথা ব্যথা যা মাথার এক পাশের একটি স্থান থেকে শুরু হয়ে আস্তে আস্তে সেই পাশের পুরো স্থানে বিস্তৃত হয়। কাহিল করে ফেলে। রোগী আলো একদম সহ্য করতে পারে না। অন্ধকার ঘরে থাকতেই রোগী পছন্দ করে।
পরীক্ষা-নিরীক্ষাঃ
1. মূলত রোগ ইতিহাস থেকেই চিকিৎসকগণ মাইগ্রেইন সনাক্ত করেন।
2. এছাড়া চোখ পরীক্ষা করতে হবে।
3. সাইনাসের জন্য প্রয়োজনে এক্সরে করতে হবে।
4. বারবার এক জায়গায় ব্যথা হলে মস্তিষ্কের সিটি স্ক্যান করতে হবে।
5. রোগের তীব্র সংক্রমণের সময়-
এসপিরিন যেমন ডিস্প্রিন বা ইকো স্প্রিন্ট ৩০০ মিলিগ্রাম একটি করে তিনবার খাবার পরে খাবেন অথবা প্যারাসিটামল নাপা 500 মিলিগ্রাম দুইটি একসাথে প্রথমবার তারপর একটি করে দিনে তিনবার খাবেন। ইমো িট ল ১০ মিলিগ্রাম এস্টিমিটিল ৫ মিলিগ্রাম বা ভারগণ পাঁচ মিলিগ্রাম একটি করে দিনে তিনবার খাবেন। ডাইয়াজি পাম্প যেমন সিডিল ফাইজিম ইভালিন ৫ মিলিগ্রাম রাতের শোবার সময় একটি করে খাওয়া যেতে পারে। ক্লাসিক্যাল মাইগ্রেনে আগে আর গোটামিন টার টেট যেমন কে ফর গেট ব্যবহার করা হতো। কিন্তু এর অতিরিক্ত পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য বেশিরভাগ চিকিৎসক এটি ব্যবহার করছেন না।
এসা বিডি ডটকম এর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url